গ্রিল-দরজা কেটে চুরি: চক্রের প্রধান গ্রেফতার
অবশেষে ধরা পড়লেন অহিদুল ইসলাম নয়ন নামে একটি চোরচক্রের প্রধান। গাজীপুর শহরে রয়েছে তার সুসজ্জিত কার্যালয়। বেশভূষা দেখেও বোঝার কোনো উপায় নেই যে তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত। কিন্তু গাজীপুর এবং ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়ির গ্রিল ও দরজা কেটে চুরির মূল পরিকল্পনাকারী তিনি।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইন এবং যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় ৮/১০টি মামলা রয়েছে।
গ্রেফতার নয়ন বরিশালের বাকেরগঞ্জ থানার কাকুড়িয়া এলাকার শাহ আলম মোল্লার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, চোরচক্রটি গত ১৫ মার্চ নগরীর কোনাবাড়ি থানার হরিণাচালা এলাকার হাবিবুর রহমানের ৭ম তলার ফ্ল্যাটে তালা ভেঙে ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা, ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অহিদুল ইসলাম নয়নের দুইভাইসহ চারজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দলনেতা অহিদুল ইসলাম নয়নকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই চারটি মোবাইল ফোন, চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, চক্রটির সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গাজীপুর ও রাজধানী উত্তরায় চুরি করতো। চুরির আগে বাসা টার্গেট করে খোঁজ-খবর নিতো তারা। এছাড়া, গ্রেফতার অহিদুল ইসলাম নয়নের বিরুদ্ধে কেউ মামলা করলে তদন্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্য এবং বাদী পক্ষকে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো। প্রায় সবগুলো চুরির কাজে নয়ন নিজে উপস্থিত থেকে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে অহিদুল ইসলাম নয়নকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মো. আমিনুল ইসলাম/এফআরএম/জেআইএম