ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় করোনায় আরও ৭ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ১০:১০ এএম, ৩১ আগস্ট ২০২১

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাই ৪৯ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩১ জন।

জেলা সিভিল সর্জন সূত্রে জানা যায়, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ ভাগ।

এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৬৮৮ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ৭২৪ জন।

আল-মামুন সাগর/এসজে/জেআইএম