রাজশাহী মেডিকেলে আরও ৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
মঙ্গলবার (৩১ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুজন ও পাবনার একজন রয়েছেন। এদের মধ্যে নাটোরের একজন ও পাবনার একজন করোনায় এবং রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন উপসর্গে মারা যান।
নতুন রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন, সন্দেহভাজন ৫৫ জন ও করোনা নেগেটিভ রোগী ভর্তি রয়েছে ২৪ জন। মোট ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৫৩ জন।
করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৪১টি নমুনা পরীক্ষায় ২২ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১২১টি নমুনা পরীক্ষায় আটজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৩ শতাংশ।
ফয়সাল আহমেদ/এসজে/জেআইএম