ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:৪৭ এএম, ৩০ আগস্ট ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন দুইজন। বাকি পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও নেত্রকোনা সদরের হোসনে আরা (৬২)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের গৌরীপুরের নুর হোসেন (৫৫) ও সাত্তার খান (৫৫), গফরগাঁওয়ের শামসুন্নাহার (৮৫), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জয়নব বানু (৭০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার করিমন (৫২)।

jagonews24

বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১৭৫ জন রোগী চিকিৎসাধীন। নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম