ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার উদ্ধার দেখতে নৌকা নিয়ে উৎসুক জনতার ভিড়

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলে যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে ট্রলারটি পানির নিচ থেকে উপরে তুলে আনা হয়।

এর আগে, সকাল ৯টা থেকে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান শুরু করা হয়। এ অভিযান দেখতে ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকাযোগে দূর দূরান্ত থেকে ছুটে আসেন উৎসুক মানুষ। এরমধ্যে নারী-শিশুর সংখ্যাই ছিল বেশি। এছাড়া বিলের পাশে শেখ হাসিনা সড়কেও উৎসুক মানুষ জমায়েত হন। তাদের সরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আশপাশের উৎসুক মানুষের উপস্থিতি অনেক। তাদের পুলিশ সদস্যরা দূরে সরিয়ে দিচ্ছেন।

এদিকে ট্রলারটি উদ্ধার অভিযানে তদারকি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। তিনি ট্রলারডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে বালুভর্তি ট্রলারের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় যাত্রীবাহী ট্রলার। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। শনাক্তের পর পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়।

এদিকে শনিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস