ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটগ্রামে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৯ আগস্ট ২০২১

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথা ও ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও নীলফামারী ডিমলা উপজেলার সাগর (৩৪)।

বুড়িমারীর ৬১ বিজিবির কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, ভোরে ভারত থেকে গরু পারাপারের সময় গুলি ছোড়ে বিএসএফ। এসময় ইউনুস ও সাগর গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় আরও একজন আহত হয়েছেন।

দুপুরে জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পালের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সীমান্তে পড়ে থাকা গুলিবিদ্ধ দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে বিএসএফ।

রবিউল হাসান/এসজে/আরএইচ/এমএস