ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাস ধরে বন্ধ করোনা পরীক্ষা

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৪ আগস্ট ২০২১

কিট না থাকায় ৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় একমাস ধরে বন্ধ রয়েছে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ফলে দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. শুভাশীষ সাহা শুভ বলেন, ৩১ জুলাই থেকে হাসপাতালে র্যাপিড আ্যন্টিজেন টেস্ট কিট সংকট দেখা দেয়। এখনও পর্যন্ত কিটের সরবরাহ না আসায় হাসপাতালে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, দুমাস আগে ২ হাজার ৭৫০টি আ্যন্টিজেন কিট বরাদ্দ পাই। হঠাৎ করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় অল্পদিনেই কিট ফুরিয়ে যায়। করোনা পরীক্ষার জন্য প্রতিদিন অনেক মানুষ হাসপাতালে এলেও কিট না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল আমীন বলেন, হাসপাতালে কিট নেই। তবে কিট চেয়ে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত কিট পাওয়া যাবে।

আল-মামুন সাগর/এসজে/জিকেএস