ফেনীতে করোনা-উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
ফেনী জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন শনাক্ত হয়েছেন। এছাড়া বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ৯১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ২৯ জন করোনা আক্রান্ত এবং ৬২ জন উপসর্গ নিয়ে।
জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ১২৯ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার ৮৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ২৭০ জন।
নুর উল্লাহ কায়সার/ এফআরএম/এএসএম