ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্যার পানিতে ধরা পড়লো বিরল প্রজাতির কচ্ছপ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৬:১২ পিএম, ২২ আগস্ট ২০২১

ফরিদপুরে বিরল প্রজাতির কাছিম (কচ্ছপ) উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (২২ আগস্ট) সদর উপজেলার বিশ্বাস ডাংগী (অম্বিকাপুর) এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরতে যান অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। এক পর্যায়ে তার জালে বিরল প্রজাতির হলুদ রঙের কচ্ছপটি ধরা পড়ে। পরে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে।

jagonews24

ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। বিষয়টি খুলনা বিভাগীয় বন্যপ্রাণী কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম