ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে বিদ্রাহী মেয়র প্রার্থী শিপনকে বহিষ্কার

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন বাগেরহাট পৌরসভায় মেয়র পদে নির্বাচন করা ও নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি স্বাক্ষরিত পত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ওই পত্রে প্রথমে গত ৯ ডিসেম্বর আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে বাগেরহাট পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করায় মিনা হাসিবুল হাসান শিপনকে প্রথমে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

আল্টিমেটাম দেয়া হয় ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে। বাগেরহাট পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমানের বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় সিদ্ধান্ত থেকে প্রার্থিতা প্রত্যাহার না করায় দলের বিদ্রাহী প্রার্থী শিপন মিনাকে রোববার আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

শওকত আলী বাবু/এমএএস/আরআইপি