ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনার তিন হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১১:২৯ এএম, ২১ আগস্ট ২০২১

খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুজন মারা গেছেন। তারা হলেন-তেরখাদার সালমা বেগম (৫৭) ও বাগেরহাটের মোড়লগঞ্জের সমীর (৭২)।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নগরীর মুন্সিপাড়ার ডা. মোজাম্মেল হক (৮৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নগরীর নিরালা এলাকার আব্দুল মান্নান আকন্দ (৭৯)।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

আলমগীর হান্নান/ এফআরএম/এএসএম