ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১১:০৩ এএম, ২১ আগস্ট ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে চারজন এবং উপসর্গে তিনজন মারা যান।

শনিবার (২১ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে সাতজন মারা গেছেন তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেয়া হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন ছিলেন।

নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি জানান, এক দিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১২৩ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৩১ জন ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জন করোনা পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ২৯ দশমিক ২ শতাংশ।

ফয়সাল আহমেদ/ এফআরএম/এমএস