ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ার তিন হাসপাতালে একদিনে আরও ১১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০১:১৫ পিএম, ২০ আগস্ট ২০২১

বগুড়ার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে দুজন এবং এন্টিজেন পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ হয়। অন্যদিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০ জনের পজিটিভ এসেছে।

ডেপুটি নিভিল সার্জন আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরের ২৮ জন, গাবতলীর পাঁচজন, কাহালুর তিনজন, শেরপুর, আদমদীঘি ও শিবগঞ্জের একজন করে রয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় করোনা মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৪৬৪ জন ও মারা গেছেন ৬৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৯০ জন।

এসজে/এমএস