ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মধ্যপাড়া খনিতে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৯ আগস্ট ২০২১

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনিতে পাথর চাপায় আব্দুল মান্নান শেখ (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় শওকতুল ইসলাম (৩৫) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মান্নান শেখ মারা যায়। এর আগে বুধবার দিবাগত রাত ১২টায় উপজেলার মধ্যপাড়া খনির ১৫০০ ফিট নিচে ভুগর্ভে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান শেখ রংপুরের বদরগঞ্জ উপজেলার রুহানীপাড়া গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে। গুরুতর আহত হয় শওকতুল ইসলাম পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের সাইফুল ইসলাম ছেলে।

মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (মাইনিং) ভুতত্ত্ববিদ আবু তালহা ফারাজি জানান, বুধবার রাতে পাথর খনির ১৫০০ ফুট নিচে ভূগর্ভে ডিনামাইড দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলনের কাজ চলছি। রাত ১২টার সময় একটি ডিনামাইড দিয়ে বিস্ফোরণ ঘটানোর পর সেখানে পাথর সরানোর কাজ চলছিল। এ সময় উপর থেকে একটি বড় পাথর আব্দুল মান্নান শেখ ও শওকতুল ইসলামের উপর পড়ে। পরে অন্যান্য শ্রমিকরা পাথরটি সরিয়ে তাদের উপরে নিয়ে আসে। প্রথমে তাদেরকে খনির হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান শেখ মারা যায়। শওকতুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম