ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও সাতজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৯ আগস্ট ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের মনিরউদ্দিন (৯১), গৌরীপুরের খোদেজা (৭৫) ও জামালপুর দেওয়ানগঞ্জের শহিদুল্লাহ (৫৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের রুবিয়া (৬৪), মদিনা বেগম (২০), গৌরীপুরের সুনীল পত্র নরীশ (৭৬) ও নেত্রকোনা সদরের পলাশ সরকার (৫৫)।

আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৮৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৯৯৩টি নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/এমকেএইচ