ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেলেন শিক্ষিকা ফরিদা

প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাট জেলাকে বাল্যবিয়ে মুক্ত করতে অগ্রণী ভূমিকা রাখায় প্ল্যান ইন্ট্যারন্যাশনাল চ্যাপ্টারের স্বেচ্ছাসেবক ক্যাটাগরিতে বাংলাদেশের একক চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন।

সোমবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের হাতে ক্রেস্ট তুলে দেন।

এশিয়া মহাদেশের মধ্যে যৌথভাবে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হওয়ায় ফরিদা ইয়াসমিন ফেন্সিকে সংবর্ধনা দিয়েছেন জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের অভিভাবক পরিচলনা কমিটির সভাপতি আবদার রহমান, সহ-সভাপতি মজনু হোসেনসহ এলাকার অনেকে।

রবিউল হাসান/এসএস/পিআর