সিলেটে ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান ধর্মঘট চলছে
সিলেটে পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ধর্মঘট চলছে।
সোমবার সকাল থেকে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক ও পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা নগরের প্রবেশমুখ হুমায়ূন রশীদ চত্বরে জড়ো হয়ে রাস্তায় অবস্থান করছেন শ্রমিকরা।
রোববার দিনগত রাত ২ টার দিকে চন্ডিপুলে সারিবদ্ধভাবে দাঁড়ানো ট্রাকগুলো তাড়িয়ে দেওয়া ও শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যায় আচরণ করার প্রতিবাদে শ্রমিকরা সোমবার সকাল থেকে রাস্তায় জড়ো হয়ে ট্রাক ধর্মঘট পালন করছেন।
হুমায়ূন রশীদ চত্বরে শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন বলে জানা গেছে। রাস্তায় শ্রমিকদের অবস্থানের কারণে দু’দিকে যানজটের সৃষ্টি হয়েছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, ট্রাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে পাঁচ দফা দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন করছিল। এরমধ্যে গত রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের তাড়িয়ে দেয়। এ কারণে বিক্ষুব্দ শ্রমিকরা আরোও উত্তপ্ত হয়ে ওঠেছেন। তারা হুমায়ূন রশীদ চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
তিনি আরও জানান, তাদের ৫ দফা পালন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলমান থাকবে। মঙ্গলবার থেকে বাস শ্রমিকরাও তাদের ধর্মঘটে যোগ দিচ্ছেন। ধর্মঘটের আওতায় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান থাকবে। তবে অন্যান্য গণপরিবহন ধর্মঘটের আওতামুক্ত রয়েছে।
জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু জানান, ৫ দফা দাবির মধ্যে রয়েছে-সিলেট-তামাবিল-জাফলং-বিছনাকান্দি ও শ্রীপুর সড়ক থেকে বাঁশকল উচ্ছেদ, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, সিটি, পৌরসভা ও ইউনিয়ন ট্যাক্স বন্ধ, অতিরিক্ত টোল আদায় ও শ্রমিক নির্যাতন বন্ধ, কোম্পানীগঞ্জ-বিছনাকান্দি সড়কে ডাকাতি বন্ধ এবং গত ১৯ থেকে ২০ বছর ধরে রয়েলিটির নামে আত্মসাত কোটি টাকা ফেরত দেওয়া।
প্রসঙ্গত, শনিবার দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবিতে রোববার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং জেলা ট্রাক ও পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
ছামির মাহমুদ/এমএএস/পিআর