ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

প্রকাশিত: ১০:১৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কারখানার সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর ফলে প্রতিদিন ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। তবে কারখানায় যথেষ্ট পরিমাণে ইউরিয়া সার মজুদ থাকায় চলতি মৌসুমে সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কারখানার সিঙ্গেস কমেম্প্রসারে হঠাৎ করে ত্রুটি দেখা দেয়ায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ শুরু করেছেন। আগামী দুই-একদিনের মধ্যেই কারখানার উৎপাদন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর