ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে বিজিপির গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ১০:১৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

বান্দরবানের নাইক্ষ্যছড়িতে এক বাংলাদেশি কাঠুরিয়াকে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। সোমবার সকাল ৯টার দিকে জেলার আশারতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাঠুরিয়া জয়নাল আবেদীনের (২৩) বাড়ি নাইক্ষ্যছড়ির আশারতলী গ্রামে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাফায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশারতলী সীমান্তের ৪৬ ও ৪৮ নং পিলারের কাছে যাওয়ার সময় বিজিপি অর্তকিত গুলি চালায় । ঘটনাস্থলে জয়নাল আবেদীন নিহত হন এবং তার সঙ্গে থাকা দুজনে পালিয়ে প্রাণে বাঁচেন ।

তিনি আরও জানান, নিহতের মরদেহ বিজিপি মিয়ানমারের কুচবুনিয়া এলাকায় নিয়ে গেছে।

এদিকে নাইক্ষ্যংছড়ির আশারতলীর ১৫ ব্যাটলিয়নের লেফট্যানেন্ট কর্মকর্তা পারভেজ জানান, বিষয়টি তারা শুনেছেন। এ ব্যাপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে বিজিবি।

অন্যদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সৈকত দাশ/এসএস/এমএএস/আরআইপি