ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ১০

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৭ আগস্ট ২০২১

স্লোগান দিয়ে যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে জেলার শীর্ষ নেতাসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লালদিঘির পশ্চিম পাড়ের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

যশোর জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রদল। অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু ও অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুলসহ বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

jagonews24

তিনি আরও বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী হামলা চালায়। এসময় তারা বিএনপি কার্যালয়ে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালায়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগকর্মীরা অফিসের কম্পিউটার, টেলিভিশন, চেয়ার-টেবিল ভাঙচুর করে একটি ল্যাপটপ নিয়ে যান।

এ বিষয়ে যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, এক মাস ধরে বিএনপি কার্যালয়ে করোনার ভ্যাকসিনের জন্য নাম নিবন্ধনের কাজ চলছে। মঙ্গলবার সকালে ছাত্রদল দলীয় চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে হামলার ঘটনা ঘটেছে।

jagonews24

বিষয়টি জানতে জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে একাধিকবার ফোন ও মেসেজ পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে যশোর জেলা পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রূপন কুমার সরকার বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মিলন রহমান/আরএইচ/এএসএম