ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল বিভাগে একদিনে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৭ আগস্ট ২০২১

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৭১ শতাংশ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৭০ জন। এরমধ্যে করোনা আক্রান্ত রোগী ৬২ জন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৭৪ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় ১ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষায় ২৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার সবচেয়ে বেশি ঝালকাঠি জেলায়। জেলায় ২৭টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ভোলায় ২০০টি নমুনায় ৪৮ জনের, বরিশালে ৪৬৫টি নমুনায় ১১০ জনের, পটুয়াখালীতে ২৬৩টি নমুনায় ৪৮ জনের, পিরোজপুরে ১০৫টি নমুনায় ১৩ জনের, বরগুনায় ২৩৪টি নমুনায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাইফ আমীন/এসজে/জিকেএস