টাঙ্গাইলে আক্রান্ত-উপসর্গে ৬ জনের মৃত্যু
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত চার আর উপসর্গে দুইজন রয়েছেন। একই সময়ে নতুন শানাক্ত হয়েছে আরও ১৪৪ জন।
মঙ্গলবার (১৭ আগস্ট) টাঙ্গাইল সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শনাক্ত চার এবং উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮২৯ নমুনা পরীক্ষায় ১৪৪ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে মির্জাপুরে ২৭, গোপালপুরে ২৫, টাঙ্গাইল সদরে ২৩, নাগরপুর ও মধুপুরে ১৬ জন করে, ঘাটাইলে ১৩, কালিহাতীতে ১০, দেলদুয়ার ও ভুঞাপুরে চারজন করে, বাসাইলে তিন, সখীপুরে দুই ও ধনবাড়িতে একজন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৪০ জন। সুস্থ হয়েছেন ৯৭৮১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪২৭ জন।
আরিফ উর রহমান টগর/এএইচ/জিকেএস