রাজবাড়ীতে পৌর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলরদের প্রার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দা ড. নওশীন পূর্ণিনী এ নির্বাচনের প্রতীক বরাদ্দ করেন।
রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মহম্মদ আলী চৌধুরী (নৌকা প্রতীক), বিএনপির অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত (ধানের শীষ প্রতীক) ও জাতীয় পার্টির শুকুর চৌধুরী (লাঙ্গল প্রতীক) গ্রহণ করেছেন।
গোয়ালন্দ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মো. নজরুল ইসলাম মণ্ডল নৌকা প্রতীক, বিএনপির আবুল কাসেম মণ্ডল (ধানের শীষ প্রতীক), জাতীয় পার্টির হেলাল মাহমুদ (লাঙ্গল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নিজামউদ্দিন (জগ প্রতীক) গ্রহণ করেছেন।
পাংশা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আব্দুল আল মাসুদ বিশ্বাস (নৌকা প্রতীক), বিএনপির চাঁদ আলী খান ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টির তজিবুর রহমান মণ্ডল (লাঙ্গল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী কাজী ফরহাৎ জামিল রুপ (জগ প্রতীক), জাসদের মাসুদর রহমান মাসুদ (মশাল প্রতীক) গ্রহণ করেছেন।
এসময় রাজবাড়ী-৩ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৯৫ জন পুরুষ কাউন্সিলর ও ৩২ জন নারী কাউন্সিলরের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
রুবেলুর রহমান/এমজেড/পিআর