ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা : বগুড়ার তিন হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৬ আগস্ট ২০২১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা যান।

সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪৯টি নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। একই কলেজের ৯টি নমুনার অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত হন একজন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় তিনজন শনাক্ত হন। এছাড়া ঢাকায় পাঠানো ২৪৩টি নমুনার ফলাফলে ৩৭ জনের পজিটিভ আসে।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে ২৯ জন সদরের, ১৪ জন শেরপুরের, ১৩ জন শিবগঞ্জের, ১১ জন দুপচাঁচিয়ার, আটজন গাবতলীর, সাতজন কাহালুর, ছয়জন শাজাহানপুরের এবং তিনজন সারিয়াকান্দির।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৯৮২ জন। আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭২৪ জন।

এসজে/এমকেএইচ