ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুর বিভাগে কমেছে মৃত্যু ও শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৪ আগস্ট ২০২১

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্ত কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, মৃতদের মধ্যে রংপুরের দুইজন, ঠাকুরগাঁওয়ের দুইজন ও দিনাজপুরের একজন রয়েছেন।

একই সময়ে বিভাগে ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ২২ জন, ঠাকুরগাঁওয়ের ২০ জন, রংপুরের ১৩ জন, কুড়িগ্রামের ১২ জন, গাইবান্ধার ৯ জন, লালমনিরহাটের আটজন, পঞ্চগড়ের চারজন ও নীলফামারীর তিনজন রয়েছেন। বিভাগে শনাক্তের হার ২২ দশমিক ৮১ শতাংশ।

বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক0 হাজার ৯২ জনে। এর মধ্যে দিনাজপুরের ৩০২ জন, রংপুরের ২৫৮ জন, ঠাকুরগাঁওয়ের ২১৫ জন, নীলফামারীর ৭৭ জন, পঞ্চগড়ের ৬৬ জন, কুড়িগ্রামের ৫৯ জন, লালমনিরহাটের ৫৮ জন ও গাইবান্ধার ৫৭ জন রয়েছেন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৫০ হাজার ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৬৭১ জন, রংপুরে ১১ হাজার ৪৪৫ জন, ঠাকুরগাঁওয়ে ছয় হাজার ৭৩৮ জন, গাইবান্ধায় চার হাজার ৩৫৬ জন, নীলফামারীতে চার হাজার ৭৬ জন, কুড়িগ্রামে চার হাজার ২৩০ জন, লালমনিরহাটে দুই হাজার ৪৯৯ জন ও পঞ্চগড়ে তিন হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৪ জন। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪৩ জনে।

জীতু কবির/আরএইচ/জিকেএস