ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল বিভাগে আক্রান্ত-উপসর্গে প্রাণ গেল ১১ জনের

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ আগস্ট ২০২১

বরিশাল বিভাগে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন আক্রান্ত ও ছয়জনের উপসর্গ ছিল। আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে বরিশালের তিনজন, বরগুনার একজন এবং ঝালকাঠির একজন রয়েছেন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৭০ জন।

শনিবার (১৪ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মোট আটজন মারা গেছেন। তাদের মধ্যে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে ছয়জন মারা যান। ৩০০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৯৯ জন। এছাড়া, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জন পজিটিভ শনাক্ত হন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় ৫৬৭ টি নমুনা পরীক্ষায় ১৭০ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পিরোজপুরে সাত জন, ভোলায় ৯৩ জন, পটুয়াখালীতে ২০ জন, বরিশালে ৪৭ জন, ঝালকাঠিতে একজন এবং বরগুনায় দুইজন রয়েছেন।

সাইফ আমীন/এএইচ/এমএস