ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে ৬ মেয়র ২৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

জেলার ৬ পৌরসভা নির্বাচনে ৬ মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত আসনের ২৯ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা।

বানারীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, ৬ মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন মো. শাহ আলম মিয়া, মন্টু লাল কুন্ড ও গোলাম সালেহ মঞ্জু মোল্লা এবং ২১ জন সাধারণ কাউন্সিলরের মধ্যে ৩ জন ও ৯ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ৭ মেয়র প্রার্থীর মধ্যে ৩ জন মো. দেলোয়ার হোসেন, দিদারুল আহসান ও এমএ আজিজ এবং ৩৬ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৬ জন ও ৯ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গৌরনদী পৌরসভায় ৩৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী জানান, ৩৪ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সেখানে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। মেয়র পদে ৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১১ জন।

সাইফ আমীন/এমএএস/আরআইপি