ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা : ফেনীতে আরও ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১২ আগস্ট ২০২১

ফেনী জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনায় ও পাঁচজন উপসর্গে ভুগছিলেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১৪৫ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জন পজিটিভ। অন্য ১০৯ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১২৯ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত সর্বমোট আট হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন সাত হাজার ১২জন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম