ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০২:৩২ পিএম, ১২ আগস্ট ২০২১

সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এটি বিভাগে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

এর আগে বুধবার (১১ আগস্ট) বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা যান।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিলেট জেলাতেই করোনায় মারা গেছেন ১৯ জন। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬৭ জন। তাদের মধ্যে ওসমানী হাসপাতালে ৪২ জনসহ ৩৫৯ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৫৩, মৌলভীবাজারে ১০০ ও হবিগঞ্জে ৫৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৬৪ করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৩২৩ জন। ১৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত বিভাগে করোনায় মোট মারা গেছেন ৮৬৫ জন।

ছামির মাহমুদ/এএইচ/এমকেএইচ