ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা বিভাগে আরও ২৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১২ আগস্ট ২০২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৭৮৬ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১১ আগস্ট) বিভাগে ২০ জনের মৃত্যু এবং ৬৪০ জন শনাক্ত হয়েছিল।

বিভাগীয় পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে আট, নড়াইলে চার, মেহেরপুরে ও ঝিনাইদহে দুইজন করে এবং খুলনা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।

আলমগীর হান্নান/এএইচ/এমএস