দুদিনের ব্যবধানে করোনা কেড়ে নিলো মা-মেয়েকে
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যুর দুদিন পর মারা গেলেন মা। বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত জয়নবের নেছা (৭৫) বরুড়া উপজেলার লহ্মীপুর গ্রামের আবদুল লতিফ মৌলভীর স্ত্রী।
এর আগে, করোনায় আক্রান্ত হয়ে রোববার (৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মেয়ে ফাতেমা বেগম (৫৮)। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
করোনায় মৃত জয়নবের ভাতিজি সাহিদা আক্তার বলেন, ‘ফুফু গত ৭ আগস্ট জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি হন। ৮ আগস্ট ফুফুর বড় মেয়ে ফাতেমা বেগম প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপরই তার অবস্থার অবনতি ঘটতে থাকে। ওইদিন দিবাগত রাতে ফাতেমা আক্তার মারা যান।’
তিনি আরও বলেন, ‘তার মেয়ে মারা যাওয়ার ৫৫ ঘণ্টা পর বুধবার সকালে ফুফু মারা যান। মারা যাওয়ার আগে মঙ্গলবার ফুফু জানতে চেয়েছেন তার বড় মেয়ে কেন তাকে দেখতে আসছেন না। তার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে তাকে জানানো হয়নি।’
জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস