করোনা : ময়মনসিংহ মেডিকেলে ১০ জনের প্রাণহানি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬ ও উপসর্গে ৪ জন মারা গেছেন।
বুধবার (১১ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফাতেমা (৮০), নাজমুল হোসেইন (৬৮), ভালুকার নুরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), নেত্রকোনা মদন উপজেলার বকুলা আক্তার (৬৭), জামালপুর সদর উপজেলার আবুল হাশেম (৭০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের জয়নাল আবেদিন (৭৫), এসকেএম হারেস উদ্দিন (৭০), আমেনা বেগম (৮০) ও নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)।
তিনি আরও বলেন, আইসিইউতে ২০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪২৪ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ৬৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।
মঞ্জুরুল ইসলাম/জেএইচ/এমকেএইচ