ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই এমপিকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট, সাতক্ষীরায় তোলপাড়

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:০১ পিএম, ১০ আগস্ট ২০২১

সাতক্ষীরার দুই সংসদ সদস্য ডা. আফম রুহুল হক (সাবেক স্বাস্থ্যমন্ত্রী) ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ ওই আইডি চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে ‘আজরায়ি জান নেই’ নামে একটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। পরে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার দিয়ে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারো একইভাবে হুমকি দেয়া হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। এতে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির সভাপতিত্ব করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দুদিন আগে খোলা ওই ফেসবুক আইডির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য ডা. আফম রুহুল হক বলেন, তিনি বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেছেন। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে। তবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি জানার পর তিনি অনুসন্ধানে নেমেছেন। ফেসবুক আইডিটি সদ্য খোলা বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম