ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা : কুমিল্লায় মারা গেলেন আরও ১১ জন

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৯ আগস্ট ২০২১

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৬২ জনের।

সোমবার (৯ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে দাউদকান্দি চারজন, কুমিল্লা সিটি করপোরেশন, চৌদ্দগ্রাম ও মুরাদনগরে দুইজন করে এবং আদর্শ সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮১৮ জনে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ৭১০ জনের নমুনা পরীক্ষায় ৪৬২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৭০২ জনে। আক্রান্তের হার ২৭ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯ জন, আদর্শ সদরের ১৬ জন, সদর দক্ষিণের ১৪ জন, বুড়িচংয়ের ১২ জন, ব্রাহ্মণপাড়ার ১৩ জন, চান্দিনার ১০জন, চৌদ্দগ্রামের ২৪ জন, দেবীদ্বারের ১৪ জন, দাউদকান্দির ছয়জন, লাকসামের ৬১ জন, লালমাইয়ের আটজন, নাঙ্গলকোটের ৩৪ জন, বরুড়ার ৭৭ জন, মনোহরগঞ্জের ১৬, মুরাদনগরের পাঁচজন, মেঘনার ১৪ জন, তিতাসের একজন এবং হোমনায় ১৮ জন রয়েছেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম