ঝিনাইদহে ২৫ অক্সিজেন সিলিন্ডার দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা
ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ২৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইন্ক’ নামের একটি সংগঠন।
রোববার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কাছে সংগঠনের পক্ষ থেকে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, প্রবাসীদের পক্ষে সংগঠনের সহ-সভাপতি জাকারিয়া মিঠু, জাহিদুল ইসলাম, আবু জাফর ফিারোজ, সাইফুল রহমান মিঠু, ইদ্রিস আলী, এম সাইফুল মাবুদ প্রমুখ।
এছাড়া অনলাইনে নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সংগঠনটির সভাপতি আব্দুল রহিম ও সাধারণ সম্পাদক হাবিব মো. আহসান।
এসজে/জেআইএম