ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে একদিনে ২৯২ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৯ আগস্ট ২০২১

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিন জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরের ৭৮ জন, সুবর্ণচরের নয়জন, হাতিয়ার তিনজন, বেগমগঞ্জের ৫১ জন, সোনাইমুড়ির ৫৫ জন, চাটখিলের ২৯ জন, সেনবাগের ১৭ জন, কোম্পানীগঞ্জের ৩৩ জন ও কবিরহাটের ১৭ জন রয়েছেন।

তিনি আরও বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯৫ জন। এছাড়াও জেলায় এখন পর্যন্ত মোট ২০৪ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মোট ১৭ হাজার ৬২১ জন।

ইকবাল হোসেন মজনু/এফআর/এআরএ/জিকেএস