চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু, শনাক্ত ৪৭
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা যান। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৭ জন।
সোমবার (৯ আগস্ট) সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারা যাওয়া চারজনই সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, আলমডাঙ্গায় ১৪ জন, দামুড়হুদায় সাতজন ও জীবননগরের পাঁচজন রয়েছেন। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৬১ জনে। আর মারা গেছেন মোট ১৯৭ জন। এছাড়া মহামারি থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫৪৩ জন।
সালাউদ্দীন কাজল/এফআর/এআরএ/জিকেএস