ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৪

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৮ আগস্ট ২০২১

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৭৪ জন।

রোববার (৮ আগস্ট) ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৯০, শেরপুরের ৩৮, শাজাহানপুরের ১৪, শিবগঞ্জের ১০, দুপচাঁচিয়ার ছয়, সোনাতলার চার, সারিয়াকান্দির তিন এবং কাহালু, নন্দীগ্রাম, ধুনট, গাবতলীর দুইজন করে এবং আদমদীঘির একজন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বগুড়ায় এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৬০৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭০৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮২৪ জন। বিভিন্ন হাসপাতোলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৭৯ জন।

এফআর/ইএ/এমকেএইচ