ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে টিকাকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি, একজন আহত

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৭ আগস্ট ২০২১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কোভিড-১৯ টিকাকেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহাগ (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তার বাড়ি ওই ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে। তিনি তার মাকে নিয়ে টিকা নিতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওই কেন্দ্রে টিকা নিতে যান সোহাগ ও তার মা। সেখানে লাইনে দাঁড়াতে গেলে ফেলাবুনিয়া গ্রামের জুলহাস নামের এক ব্যক্তি তাদের বাধা দেন। এনিয়ে সোহাগ ও জুলহাসের মধ্যে ধাক্কাধাক্কি-হাতাহাতি হয়। এর জেরে জুলহাস তার আত্মীয়-স্বজনদের নিয়ে সোহাগকে মারধর করেন।

মারধরে আহত সোহাগ বলেন, ‘নিজের আত্মীয়-স্বজনরা যাতে আগে টিকা পায়, সেজন্য সে আমার আগে দাঁড়াতে চায়। আমি বাধা দিলে সে আমাকে মারধর করে। পরে আমরা আর টিকা দিতে পারিনি। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

বড়বাইশদিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক ইলিয়াস মিয়া বলেন, ‘কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে একটু ঝামেলা হয়েছে বলে শুনেছি।’

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মহিলাদের লাইনে দাঁড়াতে গেলে স্বেচ্ছাসেবকরা ওই ব্যক্তিকে বাঁধা দিলে হাতাহাতি হয়। একজন থানায় এসে অভিযোগ দিয়েছে।

এসআর/এএসএম