ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা : কাজ না থাকায় অর্থ সঙ্কটে দিনমজুরের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | বগুড়া | প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৭ আগস্ট ২০২১

করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় আর্থিক সঙ্কটে পড়ে বগুড়া সদর উপজেলায় রুবেল মিয়া নামের এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্বজনরা বুঝতে পেরে তাকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

রুবেল সদর উপজেলার নারুলী ভান্ডারপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল পেশায় একজন দিনমজুর ছিলেন। স্ত্রী এবং দুই শিশুকন্যাকে নিয়ে তার পরিবার। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি কর্মহীন হয়ে পড়েন। এতে তার পরিবারের অভাব দেখা দেয়। শুরু হয় পারিবারিক অশান্তি। শুক্রবার গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন রুবেল।

সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’

এসজে