ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাবার মৃত্যু দিবসের টাকায় হাসপাতালে অক্সিজেন দিল সন্তানরা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৬ আগস্ট ২০২১

টাঙ্গাইলে করোনায় মারা যাওয়া বাবার মৃত্যু দিবস পালন না করে সেই টাকায় ৩টা অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে উপহার দিয়েছে সন্তানরা।

এর আগে গত বছর ৫ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে পৌরসভার অঙ্গশ্রী জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গিরীশ চন্দ্র কর্মকার মারা যান।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ছিল তার মৃত্যু দিবস। তবে এদিন অনুষ্ঠান না করে সেই টাকায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের জন্য তিনটা অক্সিজেন সিলিন্ডার উপহার দেন তার পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আব্দুস সোবহান, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সরকার, প্রয়াত গিরীশচন্ত্রের সহধর্মিণী পারুল বালা প্রমুখ।

জানা গেছে, সখীপুর পৌরসভার অঙ্গশ্রী জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গিরীশচন্দ্র কর্মকার গত বছরের ৫ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ বছর তার প্রথম মৃত দিবস উপলক্ষে বড় ছেলে স্বপনচন্দ্রের প্রস্তাবে অনুষ্ঠান না করে সেই টাকায় সখীপুর হাসপাতালে ভর্তি করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনে দেয়ার সিদ্ধান্ত হয়।

স্বপন চন্দ্র কর্মকার বলেন, প্রথা অনুযায়ী গত বছর প্রয়াত হওয়া বাবার শ্রাদ্ধানুষ্ঠানে লোকজন খাওয়ানোর আয়োজন না করে সেই টাকা সখীপুর কেন্দ্রীয় মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য দান করা হয়েছিল। এ বছর বাবার মৃত্যু দিবস পালন না করে সেই টাকায় করোনা রোগীদের জন্য অক্সিজেন দিতে পেরে আমরা শান্তি পাচ্ছি। যদি কিছু মানুষ সেবা পায়, তাহলে আমার বাবার আত্মা শান্তি পাবে বলে আমাদের পরিবারের সবার বিশ্বাস।

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী জানান, করোনায় বাবার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে এই ক্রান্তিলগ্নে এমন মানবিক সহযোগিতাকে আমি সব সময় স্বাগত জানাই।

আরিফ উর রহমান টগর/এমএসএম/এমআরএম/এএসএম