ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে প্রাণ গেল আরও চারজনের

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৬ আগস্ট ২০২১

মানিকগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশনে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এসময় ৩১৫ নমুনা পরীক্ষা করে ১২১ জন পজিটিভ হন।

শুক্রবার (৬ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় এবং মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানান।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। তারা আইসলেশনে ছিলেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত হাসপাতালে ৩১৯ রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে করোনা পজিটিভ ১৪১।

বি এম খোরশেদ/এএইচ/এমএস