ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাশরাফির সহযোগিতায় নড়াইলে চালু হলো বিনামূল্যে অক্সিজেন সেবা

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১০:১৫ এএম, ০৬ আগস্ট ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ছাত্রলীগ বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

করোনা সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা প্রদানে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নড়াইল জেলা ছাত্রলীগ এই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেবা চালু করেছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা জেলা ছাত্রলীগের অক্সিজেন সেবা কার্যক্রমে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, করোনা রোগীদের পক্ষ থেকে হটলাইনে যোগাযোগ করলে জেলা ছাত্রলীগের কর্মীরা রোগীদের সিলিন্ডার পৌঁছে দেবে। এছাড়া টিকা গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের টিকা কেন্দ্রে পৌঁছে দিতে ছাত্রলীগ কর্মীরা কাজ করবে।

jagonews24

বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন ও শহীদ শেখ কামালের জন্মদিনের আলোচনা সভার সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন মাশরাীফ বিন মোর্ত্তজা।

মাশরাফি বলেন, মনে রাখতে হবে আমরা বৈশ্বিক সংকটময় সময় অতিবাহিত করছি। এ সময়ে নিজের পাশাপাশি আমাদের পরিবার, সমাজ, এলাকার খবর রাখতে হবে। নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ।

হাফিজুল নিলু/এমএইচআর/এমএস