ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৬০

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৬ আগস্ট ২০২১

চাঁদপুরে করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ১৮৭ জনের। এছাড়াও বুধবার নতুন আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৮ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৪১ জন। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

এদিকে বুধবার দুপুর ২টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার মোট ৬৮৪টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এদের মধ্যে ২৬০ জনের পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে সদর উপজেলায় ১২০ জন, হাজীগঞ্জে ২৬ জন, ফরিদগঞ্জে ২২ জন, হাইমচরে ৪৪ জন, শাহরাস্তিতে ১৫ জন, মতলব উত্তরে ১১ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ২২ জন।

জেলায় এখন পর্যন্ত রিপোর্ট এসেছে ৪৭ হাজার ১৫৮টি। যার মধ্যে পজিটিভ এসেছে ১১ হাজার ৬৮৯টি ও নেগেটিভ ৩৫ হাজার ৪৬৯টি। জেলায় মোট আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে চার হাজার ৯৭০, ফরিদগঞ্জে এক হাজার ২৯৯, মতলব দক্ষিণে এক হাজার ১৫, শাহরাস্তিতে এক হাজার ৩৯৮, হাজীগঞ্জে এক হাজার ১৬৪, হাইমচরে ৬৫৭, মতলব উত্তর ৬৫০ ও কচুয়ায় ৫৫৫ জন।

জেলায় মৃত্যুবরণকারী মোট ১৮৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৭০, ফরিদগঞ্জে ২৮, মতলব দক্ষিণে ১২, শাহরাস্তিতে ২৫, হাজীগঞ্জে ২৫, হাইমচরে ৪, মতলব উত্তরে ১৩ ও কচুয়ায় ১০ জন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের জন্য দ্বিতীয় ধাপে আরও তিন হাজার লিটার লিকুইড অক্সিজেন প্লান্ট চট্টগ্রাম থেকে এসে পৌঁছায়। লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে দ্রুতই চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদান ও আক্রান্ত রোগীদের মৃত্যুর হার কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নজরুল ইসলাম আতিক/বিএ/এমএস