চুয়াডাঙ্গায় আক্রান্ত-উপসর্গে প্রাণ গেলে আরও ৭ জনের
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে একজন মারা গেছেন। অন্য ছয়জন উপসর্গ নিয়ে হাসপাতালে হলুদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (৫ আগস্ট) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এদিন ২০৫ নমুনা পরীক্ষায় ৩৯ জন পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে সদরে ১৫, আলমডাঙ্গায় আট, দামুড়হুদায় ৯ এবং জীবননগর উপজেলায় ৭ জন রয়েছেন।
সালাউদ্দীন কাজল/এএইচ/এএসএম