মানিকগঞ্জে করোনায় আরও ১৯ জনের মৃত্যু
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন এবং অন্য উপজেলায় মারা গেছেন তিনজন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ জন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।’
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘অন্যান্য উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন।’
জেলায় খন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯০৬ জনের এবং মারা গেছেন ১০৭ জন।
বি.এম খোরশেদ/আরএইচ/এমকেএইচ