ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় করোনায় আরও ৭ জনের প্রাণহানি, শনাক্ত ৭০৭

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৪ আগস্ট ২০২১

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০৭ জনের।

বুধবার (৪ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় তিনজন, সদর দক্ষিণ, চান্দিনা, দেবীদ্বার ও বরুড়া উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২১৭১টি নমুনা পরীক্ষায় ৭০৭ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৯৮৫ জনে। আক্রান্তের হার ৩২ দশমিক ৬ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৪ জন, আদর্শ সদরের ১২ জন, সদর দক্ষিণের ১৯ জন, বুড়িচংয়ের ৪০ জন, ব্রাহ্মণপাড়ার ২৪ জন, চান্দিনার ২৬ জন, চৌদ্দগ্রামের ৫৬ জন, দেবিদ্বারের ২৯ জন, দাউদকান্দির ৩৯ জন, লাকসামের ৬৭ জন, লালমাইয়ের ২৯ জন, নাঙ্গলকোটের ৬৮ জন, বরুড়ার ৬৬ জন, মনোহরগঞ্জের ৩৩, মুরাদনগরের ৩৯ জন, মেঘনার ২০ জন, তিতাসের ১৮ জন এবং হোমনার ১০ জন রয়েছেন।

জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম