ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে করোনায় আরও ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৪ আগস্ট ২০২১

নোয়াখালীর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন করোনা হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরও ২৫ রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি ৯১ জনের মধ্যে ৩০ জনে অবস্থা সঙ্কটাপন্ন। এরমধ্যে ১৬ পুরুষ, ১৪ নারী রয়েছেন।

অন্যদিকে, করোনা হাসপাতালে ‘রেমকর’ ইনজেকশনের সঙ্কট দেখা দিয়েছে। করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় এ ইনজেকশন সরবরাহ নেই উল্লেখ করে লিফলেট ঝুলিয়েছে কর্তৃপক্ষ।

করোনা রোগীর স্বজনদের প্রতিটি ইনজেকশন বাইরে থেকে আনতে বলা হচ্ছে। এ নিয়ে রোগীর স্বজনের সঙ্গে হাসপাতালে কর্মরতদের বাকবিতণ্ডাও হচ্ছে।

ডা. নিরুপম দাশ বলেন, এক হাজার ৪০০ রেমকর ইনজেকশন দেয়া হয়েছে। যা ইতোমধ্যে ফুরিয়ে গেছে। বার বার বলার পরও এ ইনজেকশন দেয়া হচ্ছে না বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে বার বার ফোন দিলেও সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ফোন রিসিভ করেননি।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস