ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় করোনায় প্রাণ গেলো ৯ জনের

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১১:২২ এএম, ০৪ আগস্ট ২০২১

খুলনার তিনটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১২ জন। নতুন ভর্তি হয়েছেন ২৬ জন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কেউ মারা যায়নি। করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৮ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। নতুন ভর্তি হয়েছেন আরও দুইজন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন, আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালে ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৫ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে এক রোগীর মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৫৭ জন। আইসিইউতে রয়েছেন সাতজন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ছয়জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

জেলায় নতুন করে ৫৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৫৩, বাগেরহাটের চার, যশোর ও নওয়াখালীর একজন।

আলমগীর হান্নান/এএইচ/এএসএম