মানিকগঞ্জ হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের (কোভিড ডেডিকেটেড হাসপাতাল) অভ্যন্তরে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে মানিকগঞ্জ প্রেস ক্লাব সভাপতি ও সম্পাদক বরাবর পাঠানো একটি চিঠিতে এ নিষেধাজ্ঞা আরোপ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ।
চিঠিতে বলা হয়, মানিকগঞ্জে অস্বাভাবিকভাবে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় করোনা প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্তে হাসপাতালকে সম্পূর্ণরূপে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অধিক সংক্রমণ রোধকল্পে হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হয়েছে। এমতাবস্থায় সকল গণমাধ্যমকর্মীকে রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতাল অভ্যন্তরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হল। সে ক্ষেত্রে তারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য বিষয়টি আমরা পজিটিভ ভাবেই দেখছি। তবে চিকিৎসা সেবার বিষয়ে কোনো অনিয়ম, অবহেলা, অব্যবস্থাপনা হলে হাসপাতালে গিয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ পরিবেশন করবেন এটাই স্বাভাবিক।’
হাসপাতালের করোনা ইউনিটের কো-অর্ডিনেটর ডা. মানবেন্দ্র সরকার মানব বলেন, ‘করোনা সংক্রমণের হার কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যে কোন তথ্য প্রয়োজন হলে গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে প্রদান করা হবে।’
এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ বলেন, ‘গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশের নিষেধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জেলা প্রতিরোধ কমিটির সভায় হয়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে।’
বি.এম খোরশেদ/আরএইচ/এমকেএইচ